Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ বছর ভারতের ভিসা পেয়েছেন রেকর্ডসংখ্যক বাংলাদেশি


৩১ ডিসেম্বর ২০১৯ ১৭:৪৩

ঢাকা: চলতি বছর রেকর্ডসংখ্যক ১৫ লাখ বাংলাদেশিকে ভারতীয় ভিসা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিন জন মুক্তিযোদ্ধার হাতে ভারতীয় ভিসা তুলে দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। তিনি বলেন, দিন দিন ভারতের ভিসা পাওয়া বাংলাদেশি নাগরিকের সংখ্যা বাড়ছে— এটি আনন্দের বিষয়।

রেকর্ডসংখ্যক বাংলাদেশি নাগরিকের ভারতের ভিসাপ্রাপ্তিকে স্মরণীয় করে রাখতে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে বিশেষ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। ঢাকার ভারতীয় মিশন এ অনুষ্ঠান আয়োজন করে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে রীভা গাঙ্গুলি দাশ বলেন, মানুষে মানুষে যোগাযোগ ছাড়া উন্নয়ন সম্ভব নয়। মানুষে মানুষের যোগাযোগ বাড়াতে এবং উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশে ভারতের ১৫টি ভিসা সেন্টার খোলা হয়েছে। এর সুফল আমরা দেখতে পাচ্ছি। কয়েক বছর আগেও বছরে ৭ থেকে ৮ লাখ বাংলাদেশিকে ভিসা দেওয়া হতো। এখন তা দ্বিগুণ হয়ে ১৫ লাখে উত্তীর্ণ হয়েছে।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ভিসা প্রক্রিয়া সহজ হওয়ার কারণেই ভিসাপ্রাপ্তির সংখ্যা বাড়ছে। এতে আমরা খুবই খুশি। এ বছর ১৫ লাখ বাংলাদেশির হাতে ভারতীয় ভিসা পৌঁছে যাওয়ায় আমরা আনন্দিত। চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা, শিক্ষা— নানা কারণেই বিপুলসংখ্যক বাংলাদেশিরা বন্ধুদেশ ভারতে যাচ্ছেন। প্রতিবছর এ সংখ্যা বেড়েই চলছে, যা আনন্দের।

মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ বছরের ভিসা দেওয়া হচ্ছে বলেও জানান রীভা গাঙ্গুলি। অনুষ্ঠানে তিন জন মুক্তিযোদ্ধার হাতে ভারতীয় ভিসাসহ পাসপোর্ট তুলে দেন তিনি। ভিসাপ্রাপ্ত তিন মুক্তিযোদ্ধা হলেন— ড. মো. শহীদুল ইসলাম, ড. নূর মোহম্মদ মল্লিক ও মো. আতিয়ার রহমান।

বিজ্ঞাপন

ঢাকায় ভারতীয় মিশনের হিসাব অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ৩০ হাজার ২৮২ জন বিদেশি ভারত ভ্রমণ করেছেন। এর মধ্যে বাংলাদেশির সংখ্যা ছিল ২৮ লাখ ৭৬ হাজার। একই সময়ে যুক্তরাষ্ট্রের ১৮ লাখ ৬৩ হাজার ২৭৮, যুক্তরাজ্যের ১৩ লাখ ৬৯ হাজার ৫৪৮, কানাডার ৪ লাখ ৭৮ হাজার ২২৮, শ্রীলঙ্কার ৪ লাখ ৫১ হাজার ৭৩৬, অস্ট্রেলিয়ার ৪ লাখ ৪৪ হাজার ৩৩, মালয়েশিয়ার ৪ লাখ ১১ হাজার ৫০, রাশিয়ার ৩ লাখ ৭৭ হাজার ৮৩, চীনের ৩ লাখ ৭৫ হাজার ৪৪৯ এবং জার্মানির ৩ লাখ ৬০ হাজার ৮৪৩ নাগরিক ভারত ভ্রমণ করেন।

মিশনের তথ্য আরও বলছে, ভারতে মোট বিদেশি পর্যটকের ৬৫ দশমিক ৬১ শতাংশ বাংলাদেশি। ভারতে ভ্রমণকারী বিদেশি নাগরিকের সংখ্যার দিক থেকে বাংলাদেশ শীর্ষে আসে গত ২০১৫ সালে। এর আগে ২০১৪ সালে দ্বিতীয় এবং ২০১৩ ও ২০১২ সালে তৃতীয় অবস্থানে ছিল।

ভারতীয় ভিসা ভারতীয় হাইকমিশন রীভা গাঙ্গুলি দাশ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর