বিশ্বখানার মালিক যারা ৪১ থেকে ৩২
১ জানুয়ারি ২০২০ ১৩:৫৯
৪১. এমারসন পরিবার: ৭৯২,০০০ হেক্টর
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় চেরাই কাঠের উৎপাদনকারী সিয়েরা প্যাসিফিক ইন্ডাস্ট্রি (এসপিআই) এর মালিক এই এমারসন পরিবার। আর তারা ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় এক ভূমি অধিপতি। গোল্ডেন স্টেট ও ওয়াশিংটনে সব মিলিয়ে এই পরিবারের মালিকানায় রয়েছে ৭ লাখ ৯২ হাজার হেক্টর বনভূমি।
৪০. এডুরাডো এলজস্টেইন: ৮০০,০০০ হেক্টর
আর্জেন্টাইন ভূ-অধিপতি এডুরাডো এলজস্টেইন দেশটির প্রধান ভূমি ডেভেলপার। এছাড়া কৃষিভিত্তিক কোম্পানি ক্রেসাড’র প্রধান তিনি। আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুনে ও বলিভিয়া জুড়ে এই ক্রেসাডের ব্যবসায়িক বিস্তার। সব মিলিয়ে এলজস্টেইনে মালিকানায় রয়েছে ৮ লাখ হেক্টর জমি।
৩৯. টেড টার্নার: ৮০৯,০০০ হেক্টর
সিএনএন’র প্রতিষ্ঠাতা বিলিয়নিয়র টেড টার্নার দেশটির দ্বিতীয় বৃহত্তম ব্যক্তিগত ভূমি মালিক। মিডিয়া মুঘল খ্যাত এই ব্যবসায়ীর নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য জুড়ে মোট ৮ লাখ ৯ হাজার হেক্টর জমি রয়েছে। এছাড়াও ব্যক্তিমালিকানায় বিশ্বের সবচেয়ে বড় বাইসন খামারটিও তার।
৩৮. বেনেটন পরিবার: ৮৯০,০০০ হেক্টর
ইতালীয় রিটেইলার বেনেটন ও তার পরিবার এখন আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যক্তিমালিকানাধীন জমির অধিকারী। প্যাটাগোনিয়ায় যে জমির পরিমান ৮ লাখ ৯০ হাজার হেক্টর। তবে সম্প্রতি দেশটির আদিবাসী মাপুচে নৃগোষ্ঠীও এই জমির মালিকানা দাবি করছে।
৩৭. জন ম্যালোনি: ৮৯০,০০০ হেক্টর
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যক্তিমালিকানাধীন ভূমির অধিকারী এই জন ম্যালোনি। গোটা আমেরিকা জুড়ে তার নিয়ন্ত্রণে রয়েছে ৮ লাখ ৯০ হাজার হেক্টর জমি। ৭.২ বিলিয়ন ডলারের ভাগ্য নির্মাতা এই ধনকুবের মেইনের বিপুলাকায় বনভূমির মালিক। পাশাপাশি অয়োমিং, নিউ মেক্সিকো ও কোলোরাডোতে তার রয়েছে বেশ কিছু র্যাঞ্চ।
৩৬. অ্যান্ড্রু তিগি ফরেস্ট: ৯০৩,০০০ হেক্টর
অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম ধনী, খনি মালিক এই অ্যান্ড্রু তিগি ফরেস্ট গবাদি পশুর খামারেও বেশ উৎসাহী। পশ্চিম অস্ট্রেলিয়ায় তার মালিকানাধীন মিনডেরু ও ব্রিকহাউস ক্যাটল স্টেশনের আওতায় রয়েছে ৯ লাখ ০৩ হাজার হেক্টর জমি। সাইপ্রাস নামের দেশটির চেয়েও বড় এই ভূমি এলাকা।
৩৫. রাজা এমসাতি তৃতীয়: ৯৩৮,০০০ হেক্টর
আফ্রিকার সবচেয়ে বড় ভূমি অধিপতি এই রাজা এমজাতি তৃতীয়। তিনি এসওয়াতিনির রাজা। যার আগের নাম ছিলো সোয়াজিল্যান্ড। পরাক্রমশালী এই শাসক দেশটির সোয়াজি ন্যাশন ল্যান্ড এর একক মালিক। যার অধীনে ৯ লাখ ৩৮ হাজার হেক্টর জমি। যা দেশটির মোট আয়তনের ৫৪ শতাংশ।
৩৪. নিউ ফরেস্ট শেয়ারহোল্ডারস: ৯৫০,০০০ হেক্টর
অস্ট্রেলিয়ার টেকসই কাঠের ব্যবসায়ী কোম্পানি নিউ ফরেস্ট। এর বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে জাপানের মিৎসুই অ্যান্ড কোং। এই প্রতিষ্ঠানের মালিকানায় ৯ লাখ ৫০ হাজার হেক্টর জমি রয়েছে। যা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এশিয়া ও আমেরিকায় বিস্তৃত।
৩৩. কেরি স্টোকস: ১ মিলিয়ন হেক্টর
সেভেন নেটওয়ার্কের চেয়ারম্যান কেরি স্টোকস মিডিয়ার পাশাপাশি কৃষিতেও তার আগ্রহ বিস্তার ঘটিয়েছেন। অস্ট্রেলীয় এই টেলিভিশন বস সম্প্রতি দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলে এক মিলিয়ন হেক্টর জমির মালিক হয়েছেন। ২০১৯ এর গোড়ার দিকে ক্যাঙ্গারু দ্বীপের একটি সম্পত্তি বিক্রি করে দিয়েই এই জমি কিনে নেন কেরি স্টোকস।
৩২. রাসলাম মোলডাবেকভ ও দ্য ইবিআরডি: ১ মিলিয়ন হেক্টর
ক্যাজিএক্সপোর্টাস্তিক হোল্ডিং নামের কোম্পানিটি বিশ্বের সবচেয়ে বড় বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে খ্যাত। যার নিয়ন্ত্রণে রয়েছে কাজাখস্তানের এক মিলিয়ন হেক্টর জমি। কাজাখস্তানি চিকিৎসক রাসলান মোলডাবেকভ ও ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ইবিআরডি) এই কোম্পানির যৌথ মালিক।
পরের পাতা ৩১ থেকে ২২>>