Wednesday 18 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনের মুখে ববি’র ভিসি-প্রোভিসি-ট্রেজারারকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ২৩:৪৬ | আপডেট: ১৪ মে ২০২৫ ১০:০৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। ছবি: সংগৃহীত

বরিশাল: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি ও ট্রেজারারকে অব্যাহতি দিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের অব্যাহতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে উপাচার্য ড. শুচিতা শারমিন, উপ-উপাচার্য ড. গোলাম রব্বানি এবং ট্রেজারার ড. মামুন অর রশিদকে অব্যাহতি দেওয়া হলো।

আরেক প্রজ্ঞাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. তৌফিক আলমকে অন্তর্বর্তী সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত একমাস ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে ২২ দফা পরে চার দফা দাবিতে আন্দোলন করে আসছেন। দাবি পূরণ না হওয়ায় তারা উপাচার্য অপসারণের এক দফা দাবিতে আন্দোলন চালাচ্ছেন। আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শাটডাউন, উপাচার্যের বাসভবনে তালা ও একাডেমিক শাটডাউন করে।

বিজ্ঞাপন

সর্বশেষ গতকাল রাত ১০টায় অনশনে বসেন শিক্ষার্থীরা। পরে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা৷ শিক্ষক-কর্মকর্তাদের বড় অংশ এ আন্দোলনে সংহতি জানান। এর পর রাতে ভিসি, প্রোভিসি ও ট্রেজারারকে অব্যাহতির ঘোষণা আসে।

সারাবাংলা/পিটিএম

অব্যাহতি ট্রেজারার প্রোভিসি ববি ভিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর