Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলায় জেলায় বই উৎসব


১ জানুয়ারি ২০২০ ১৬:২৩ | আপডেট: ১ জানুয়ারি ২০২০ ১৬:২৯

এবারও বছরের প্রথম দিনে সারাদেশে পালিত হলো বই উৎসব। ২০১০ সাল থেকে শুরু হওয়া এ বই উৎসব এবছরও সারাদেশে পালিত হয়েছে শিক্ষার্থীদের বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। এবারের বই উৎসবে অংশ নিয়েছে ৪ কোটি ৩০ লাখ শিক্ষার্থী। এদের হাতে তুলে দেওয়া হয়েছে ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৫৫৪ কপি নতুন বই। এরমধ্যে প্রাথমিকে ১০ কোটি ৫৪ লাখ দুই হাজার ৩৭৫ কপি এবং মাধ্যমিকে ২৪ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ১৭৯ কপি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে বই উৎসবের চিত্র তোলে এনেছেন সারাবাংলা ডট নেটের জেলা প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন- নতুন বই, নতুন ঘ্রাণ, নতুন স্বপ্ন

কুমিল্লা: কুমিল্লায় নতুন বছরের প্রথম দিনে হয়ে গেলো নতুন বই উৎসব। বুধবার সকাল থেকে জেলার ১৭ উপজেলার ১৫ লাখ ৬৪ হাজার শিক্ষার্থীদের মাঝে ১ কোটি ৪ লাখ বই তুলে দেওয়া হয়।

বুধবার সকালে কুমিল্লা নগরীর মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুমিল্লা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। এসময় জেলা শিক্ষা অফিসার, স্থানীয় জন প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিরা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলার অন্যান্য স্কুলে সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে বই বিতরণ করেন।

বরিশাল: সারা দেশের মত বছরের প্রথম দিনে বই উৎসবে মেতেছে বরিশালের শিক্ষার্থীরাও। বুধবার সকাল থেকেই বরিশালের বিভিন্ন বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। আর নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় বাঁধভাঙ্গা উচ্ছ্বাস।

সকাল ৯টায় বরিশাল নগরের বটতলা এলাকার নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন বছরের বই বিতরণ কার্যক্রম শুরু করেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এরপর সকাল ১০টায় জেলা প্রশাসকের উপস্থিতিতে শহিদ আব্দুর রব সেরনিয়াবাত স্কুল ও সকাল সাড়ে ১০টায় বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়।

বরিশাল আঞ্চলিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগে ২০২০ সাল শিক্ষাবর্ষে প্রাথমিক-মাধ্যমিক, ইবতেদায়ি-দাখিল, ভোকেশনাল-কারিগরি পর্যায়ে ২ কোটি ২২ লাখ ১২ হাজার ১২১ কপি নতুন বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

ময়মনসিংহ: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বিভাগীয় শহর ময়মনসিংহে প্রতি বছরের মতো এবারও হলো বই উৎসব। বুধবার সকালে ময়মনসিংহ জেলা স্কুলে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার খোন্দকার মুস্তাফিজুর রহমান রঙিন বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল, শিক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর মো. আজহারুল হক, উপ-পরিচালক আবু নূর মো. আনিসুল ইসলাম চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোহছিনা খাতুন প্রমুখ।

জানা যায়, জেলায় এ বছর প্রায় সাড়ে ৬ লাখ শিক্ষার্থীদের মধ্যে ৮৩ লাখ ২৫ হাজার ৯৫১টি নতুন বই বিতরণ করা হচ্ছে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নতুন বছরের প্রথম দিনে পালিত হয়েছে বই উৎসব। নতুন বই হাতে পেয়ে উৎফুল্ল শিক্ষার্থীরা। এ উৎসবকে কেন্দ্র করে জেলার প্রতিটি বিদ্যালয়ের শিশুদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ।

বুধবার সকাল ১০ টায় লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্চন চন্দ্র পাল। এসময় বিশেষ অতিথি পৌর মেয়র আবু তাহের, সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদওয়ান আরমান শাকিল, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সরিৎ কুমার চাকমা উপস্থিত ছিলেন।

নোয়াখালী: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের মত নোয়াখালীতেও পালিত হয়েছে বই উৎসব। বুধবার সকালে নোয়াখালী জেলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক তন্ময় দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

জেলায় এ বছর ৯টি উপজেলার ১ হাজার ২৫৩টি সরকারি বিদ্যালয়ে ১৯ লক্ষ ১০ হাজার ৭১১টি নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে।

সাতক্ষীরা: উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায়ও হলো বই উৎসব। এ উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। বুধবার সকালে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস প্রমুখ।

সাতক্ষীরা জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার সাতক্ষীরা জেলায় মাধ্যমিক স্তরে ৩২ লাখ ৫৮ হাজার ৬৭০টি বই এবং প্রাথমিক স্তরে ৯ লাখ ৪৩ হাজার ২১৫টি বই বিতরণ করা হচ্ছে।

রাঙ্গামাটি:  পার্বত্য জেলা রাঙ্গামাটিতে একযোগে বই উৎসব পালিত হলো। বুধবার সকালে রাঙ্গামাটি শহরের গোধূলি আমানতবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

এসময় বৃষ কেতু চাকমা বলেন, চুক্তির আলোকে ২০১৭ সাল থেকে সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষায় বই বিতরণ করে যাচ্ছে। পাশাপাশি জেলা পরিষদ মাতৃভাষায় শিক্ষক প্রশিক্ষণও অব্যাহত রেখেছে।

মাতৃভাষায় সফলতা পেতে হলে একটু ধৈর্য ধরতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ত্রিদিব কান্তি দাশ, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মোট ১ লাখ ১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ২৯ হাজার ১৭৮টি বিতরণ করা হচ্ছে। অন্যদিকে, ২০২০ শিক্ষাবর্ষে রাঙ্গামাটিতে চাকমা, মারমা, ত্রিপুরা শিশুদের প্রাক-প্রাথমিকে ১৭ হাজার ৯৪০টি বই বিতরণ করা হচ্ছে।

নতুন বইয়ের ঘ্রাণে মেতেছে শিশুরা

টপ নিউজ বই উৎসব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর