Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের এনআরসি, সিএএ নিয়ে আমরা উদ্বিগ্ন নই: বিজিবি প্রধান


২ জানুয়ারি ২০২০ ১৫:২৩

ঢাকা: ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

বৃহস্পতিবার(২ জানুয়ারী) দুপুরে বিজিবি সদর দফতরে প্রেস বিফ্রিং করে একথা জানান তিনি।

বিজিবি ডিজি  বলেন, এনআরসি ও সিএএ নিয়ে আমাদের মধ্যে কোনো উদ্বেগ নেই। কেননা আমরা কখনই অবৈধভাবে কাউকে প্রবেশ করতে দেবো না। অবৈধ ভাবে প্রবেশ করতে না দেওয়াটাই আমাদের নিয়মিত কাজ। সুতরাং এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার মত কিছু নয়। এটা ভারতের অভ্যন্তরীন বিষয়।

তিনি বলেন, গত একবছরে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেছে এমন মানুষের সংখ্যা ১ হাজার ১ জন। এনআরসির পর নভেম্বরে ৩১২ জন, ডিসেম্বরের ১৩৩ বাংলাদেশে ঢুকেছে। অবৈধ প্রবেশ কারীদের বিরুদ্ধে ২৫৩টি মামলা হয়েছে।

ডিজি বলেন, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি তারা সবাই বাংলাদেশের নাগরিক। ২/১ বছরের মধ্যে কোনো এক সময় তারা ভারতে কর্মের খোঁজে গিয়েছিলেন। তারা ভারতীয় না। তবে এনআরসি ফলে ভারতীয় নাগরিক বাংলাদেশে ঢুকবে না। এটা হতে পারেনা। তাই এটা নিয়ে আমরা উদ্বিগ্ন না।

টপ নিউজ বিজিবি প্রধান ভারতের এনআরসি


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর