চট্টগ্রামে ৩৫ মামলার আসামিসহ গ্রেফতার ৪
২ জানুয়ারি ২০২০ ১৯:০৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে অস্ত্রসহ চারজনকে গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব। চারজনের মধ্যে একজন অস্ত্র-মাদকসহ ৩৫ মামলার আসামি এবং বাকি তিনজন তার সহযোগী বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ গ্রামের সন্দ্বীপ কলোনির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার চারজন হলেন- মো. সুমন (৩৬), মো. আসাদুল্লাহ (২৬), মো. ফারুক (২০) এবং মো. আরিফ (২০)। চারজনের বাড়ি হাটহাজারী উপজেলায়।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মাহমুদুল হাসান সারাবাংলাকে জানিয়েছেন, অস্ত্র ব্যবসায়ী সুমনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে কমপক্ষে ৩৫টি মামলা আছে। গ্রেফতারের পর তার ঘরে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৫টি ওয়ানশ্যুটার গান, ১৪ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।