Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরিফ হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪


৪ জানুয়ারি ২০২০ ১৭:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুর: আরিফ ইসলাম নামে এক যুবককে হত্যার ঘটনায় গাজীপুরের ভোগড়া ও রাজধানীর উত্তরা থেকে মূলহোতা হারুনসহ ৪ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে গাজীপুর র‌্যাব-১ ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

তিনি জানান, হত্যাকাণ্ডের ১৩ দিনের মধ্যেই অভিযান চালিয়ে গাজীপুর ভোগড়া এলাকা থেকে বুলেট ইমনকে গ্রেফতার করা হয়। এছাড়া উত্তরায় অভিযান চালিয়ে সেখান থেকে মামলার প্রধান আসামি হারুন, শামীম ও আল আমিনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর গাজীপুর মহানগরের চান্দনা পূর্বপাড়া বাগানবাড়িতে মাদক ও পাওনা টাকার জেরে গ্রেফতারকৃতরা ছুরিকাঘাতে হত্যা করে আরিফকে। পরে নিহতের স্ত্রী সাবিনা আক্তার ৩৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

আরিফ ইসলাম হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর