Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশের প্রতিটি অর্জনে ছাত্রলীগের ত্যাগ রয়েছে’


৪ জানুয়ারি ২০২০ ২২:৫৫

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘ছাত্রলীগের ঐতিহ্য ধরে রাখতে হবে, এটা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। বাংলাদেশের প্রতিটি অর্জনে ছাত্রলীগের ত্যাগ রয়েছে।’

শনিবার (৪ জানুয়ারি) দুপু‌রে রূপগঞ্জে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তি‌নি এসব কথা বলেন। মুড়াপাড়া সরকারি কলেজের বীরপ্রতীক গাজী অডিটো‌রিয়ামে এই সভার আয়োজন করা হয়। মুড়াপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগ ও মুড়াপাড়া সরকারি কলেজ ছাত্র সংসদ এই আয়োজন করে।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘বিতর্কিতদের ছাত্রলীগে দেখতে চাই না। যারা চাঁদাবাজি, দুর্নীতি, মাদক সেবন এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে বাদ দিতে হবে। বর্তমানে দেশের হাল ধরেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। এখনও বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের অনেক কাজ বাকি রয়েছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ছাত্রলীগকে শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে।’

ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘জাতির পিতার দেখানো আদর্শ অনুসরণ করে তোমাদের রাজনীতি করতে হবে। দেশের প্রতিটি দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। স্কুল, কলেজ ও মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্র-ছাত্রীদের কাছে ছাত্রলীগের আদর্শ-উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে তাদের ছাত্রলীগের পতাকাতলে নিয়ে আসতে হবে।’

আলোচনা সভায় রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপ‌জেলা প্রাথ‌মিক বিদ্যালয় শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, আওয়ামী লীগ নেতা আনসার আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ মাছুম, মুড়াপাড়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, জিএস সা‌দিকুল ইসলাম স‌জিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে, শনিবার (৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে তারাবো পৌরসভা ছাত্রলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।

গোলাম দস্তগীর গাজী ছাত্রলীগের ঐতিহ্য ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর