Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ, পরপর ৩ ককটেল বিস্ফোরণ


৫ জানুয়ারি ২০২০ ১২:০৭

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ছাত্রদলের কর্মসূচিকে ঘিরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে ডাকসু ভবন ও কলা ভবনের মাঝখানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সাড়ে ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশের পাশে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একজন লাল জ্যাকেট পরা লোক পরপর দুটি ককটেল এখান থেকে দ্রুত পালিয়ে যায়। এখানকার কয়েকজন দৌড়ে গিয়েও ধরতে পারেনি।

এদিকে সকাল ১১টায় মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। গত ১ জানুয়ারির কর্মসূচিতে সারাদেশে নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল কর্মসূচির ডাক দেওয়া হয়।

ইয়াছিন শাহীন নামে একজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী জানান, যেদিক দিয়ে মিছিলটি যাচ্ছিল, ঐদিকেই লোকটি পালিয়ে যায়।

তবে ছাত্রদলের ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল হাসান রাকিব বলেন, আমাদের কর্মসূচিকে বানচাল করতে এ ঘটনা ঘটানো হয়েছে। ছাত্রদল বিস্ফোরণ করবে, প্রশ্নই ওঠে না।

এর আগে, এক সপ্তাহের মধ্যে চার বার মধুর ক্যান্টিনের পাশে ককটেল বিস্ফোরণ করা হয়।

গত ৩০ ডিসেম্বর সকাল পৌনে এগারোটার দিকে ৪র্থবারের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হৃদয় নামে মধুর ক্যান্টিনের এক কর্মচারী আহত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী সারাবাংলাকে কে বলেন, ‘এটা খুবই আশ্চর্যজনক ঘটনা। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ মুহূর্তে তেমন কিছু বলতে পারছি না।’

ছাত্রদল টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি ঢাবিতে ককটেল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর