বিস্ফোরণের পর কেমিক্যাল গুদামে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
৫ জানুয়ারি ২০২০ ১৪:৪৪
ঢাকা: কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি কেমিক্যাল গুদামে বিস্ফোরণের পর লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রোববার (৫ জানুয়ারি) বেলা ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে, বেলা সোয়া ১২টার দিকে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি কেমিক্যালের গুদামে আগুন লাগে।
এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ আলী সারাবাংলাকে বলেন, রোববার সোয়া ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাজধানীর বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতলী কেরাণীগঞ্জ এলাকায় একটি সেমি পাকা দুই হাজার স্কয়ার ফিটের গুদামে বিস্ফোরণের পরপরই আগুন লেগে যায়। গুদামটিতে ম্যাগনেশিয়াম ফ্লুরাইড ও সালফাইড কেমিক্যালের অস্তিত্ব পাওয়া গেছে। বিস্ফোরণের ফলেই আগুন লাগে এটি নিশ্চিত।
কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ‘আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বিস্ফোরণের ফলে আশেপাশের দু’একটি ভবনে ফাটল দেখা দিয়েছে। কী কারনে এটি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ভবনগুলো ঝুঁকিপূর্ণ কিনা তাও দেখা হচ্ছে। রাজউকে খবর দেওয়া হয়েছে তারা এসে দেখে জানাবে।
বিস্ফোরণের ঘটনার পর বাবুবাজার থেকে কেরানীগঞ্জের সড়কে যানজট দেখা দিলেও আস্তে আস্তে তা স্বাভাবিক হয়।
এর আগে, গত ডিসেম্বরে কেরানীগঞ্জের একই এলাকায় আরেকটি কেমিক্যাল গুদামে বিস্ফোরণের ফলে অন্তত ২০ জন মারা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এখনও অনেকে চিকিৎসাধীন রয়েছে।