Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের প্রতিবাদ: তিন দাবি নিয়ে অনশনে ঢাবি শিক্ষার্থী


৬ জানুয়ারি ২০২০ ১৬:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রী ধর্ষণের প্রতিবাদে তিন দাবি নিয়ে অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সিফাতুল ইসলাম নামে দর্শন বিভাগের এক শিক্ষার্থী অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেন। তার সাথে সংহতি জানিয়ে আরও দুজন শিক্ষার্থী সেখানে অবস্থান নিয়েছেন।

অনশনে বসার ব্যাপারে সিফাতুল ইসলাম সারাবাংলাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন ছোট বোন আহত হওয়ায় আমি বড় ভাই হিসেবে তাৎক্ষণিক এই অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, আমার এই অনশনের পেছনে তিনটি দাবি রয়েছে— অনতিবিলম্বে ধর্ষককে খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সাথে অভিভাবক সুলভ আচরণ করবে এবং তার সার্বিক তত্ত্বাবধায়ন করবে।

বিজ্ঞাপন

এই ধর্ষণের বিরুদ্ধে যেনো সামাজিক আন্দোলন গড়ে ওঠে সেই লক্ষ্যে সকলের প্রতি এই আহ্বান থাকবে যে, তারাও যেনো আন্দোলনে নামে।

আরও পড়ুন-  ‘ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে’

আরও পড়ুন-  ‘চারদফা ধর্ষণের শিকার মেয়েটি, টিপে ধরা হয়েছিল গলা’ 

আরও পড়ুন- ঝোপের মধ্যেই ধর্ষণ, ছড়ানো ছিলো শিক্ষার্থীর বই-ঘড়ি-ইনহেলার

অনশন ঢাকা বিশ্ববিদ্যালয় ধর্ষণ প্রতিবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর