Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই নারী কর্মকর্তা বরখাস্ত


৬ জানুয়ারি ২০২০ ১৮:৫৫

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন নারী কর্মকর্তাকে অসদাচরণের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন স্বাক্ষরিত এক আদেশে ওই নারী কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। এর আগে এক সহকর্মীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে হাইকোর্টে রিট করেছিলেন ওই নারী কর্মকর্তা।

রোববার আদালত পররাষ্ট্র মন্ত্রণালয়কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। হাইকোর্টের তদন্ত প্রতিবেদন চাওয়ার পর পরই ওই নারী করর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্তের আদেশ জারি হয়।

আরও পড়ুন: পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৫ বছর ধরে নারী কর্মকর্তাকে নিপীড়নের অভিযোগ

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মিজ মঞ্জু মনোয়ারা ঢাকার কর্মস্থলে নানবিধ অসদাচরণ, স্বেচ্ছাচারিতা, সরকারি চাকরির শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড, ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি উদ্ধত আচরণ এবং অন্যান্য সব পর্যায়ে কর্মকর্তা/কর্মচারীদের প্রতি ক্রমাগত দুর্ব্যহার চরম অসহনীয় পর্যায়ে পৌঁছায়। এছাড়া টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মুম্বাইতে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে কর্মরত থাকাকালীন তিনি মিশন সমূহের কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি করেন, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) মোতাবেক অসদারচণের পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ।’

আদেশে আরও বলা হয়, ‘সিনিয়র সহকারী সচিব মিজ মঞ্জু মনোয়ারাকে উপরোক্ত ধারা মোতাবেক গুরুদণ্ড আরোপ করার গুরুত্ব অনুধাবন করে তাকে চাকরি থেকে অপসারণ সংক্রান্ত গুরুদণ্ড আরোপের প্রস্তাবে রাষ্ট্রপতি সানুগ্র অনুমোদন দিয়েছেন। কাজেই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) মোতাবেক অসদারচণ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সার্বিক দিক বিবেচনা করে অভিযুক্ত কর্মকর্তাকে এই বিধিমালার ৪(৩) এর (গ) ধারা অনুযায়ী গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে অপসারণ (রিমুভাল ফ্রম সার্ভিস) করা হলো।’

নারী কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয় বরখাস্ত


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর