Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটি নির্বাচন পেছানোর দাবি পূজা উদযাপন পরিষদের


৭ জানুয়ারি ২০২০ ১৩:২১

ঢাকা: সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজার কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ভোটের তারিখ পেছানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি দিয়ে নির্বাচন কমিশন সচিব বরাবর এই দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

ইসি সচিবের কাছে লেখা চিঠিতে বলা হয়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে তিথি মোতাবেক আগামী ২৯ ও ৩০ জানুয়ারি, এই দুইদিন সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে ।উভয় সিটি করপোরেশন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। একটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য কমপক্ষে একদিন আগেই নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানটি তাদের নিয়ন্ত্রণে নিতে হবে। এ অবস্থায় একই দিনে, একই অঙ্গনে কিভাবে পুজো হবে বা কিভাবে ভোট গ্রহণ করা যাবে, তা আমাদের কাছে বোধগম্য নয়।

চিঠিতে আরও বলা হয়, পূজা সুষ্ঠুভাবে করার জন্য ৩০ জানুয়ারি ভোটের দিন পিছিয়ে নিয়ে অন্য কোন দিন নির্ধারণ করা হোক। না হলে যেসব শিক্ষায়তনে সরস্বতী পূজা হবে সে সব শিক্ষা প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র না করার জন্য অনুরোধ করছি। আমরা আশা করবো নির্বাচন কমিশন কোন সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, তফসিল অনুযায়ী ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

ঢাকার দুই সিটি নির্বাচন সরস্বতী পূজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর