ঢাবি ছাত্রীকে ধর্ষণ, দ্রুত বিচারের দাবি চবি শিক্ষার্থীদের
৭ জানুয়ারি ২০২০ ১৯:৪৭
চট্টগ্রাম ব্যুরো: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচি থেকে বক্তব্য রাখেন চবি শিক্ষার্থীরা। তারা বলেন, আমাদের রাষ্ট্রকাঠামো ধর্ষণের মতো অপরাধ রোধে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অবস্থা আরও খারাপ হচ্ছে। ধর্ষণ আমাদের দেশে মহামারির রূপ নিয়েছে। গতকালও ঠাকুরগাঁওয়ে ৬ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। আমাদের মা-বোন স্বাধীনভাবে ঘুরতে পারছে না।
রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলা এলাকায় ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।