বিডিআর বিদ্রোহ মামলা: খালাস চেয়ে আপিল করবে আসামিপক্ষ
৮ জানুয়ারি ২০২০ ১৬:১৩
ঢাকা: পিলখানায় বিডিআর বিদ্রোহের মামলায় হাইকোর্টে যারা সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের খালাস চেয়ে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম।
বুধবার (৮ জানুয়ারি) পিলখানা হত্যা মামলার রায় প্রকাশের পর তিনি এ কথা বলেন।
২৯ হাজার ৫৯ পৃষ্ঠার রায়কে বিশ্বের দীর্ঘতম রায় উল্লেখ করে এ রায়ের সার্টিফাইড কপি আপিল দায়ের করতে সময় লাগবে। এজন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করা হবে বলেও তিনি জানান।
আমিনুল ইসলাম বলেন, আজকে রায়টা সই করে পূর্ণাঙ্গভাবে প্রচার করা হয়েছে। ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার রায়। রায়ের সার্টিফাইড কপি তুলে আমরা দেখব। পর্যালোচনা করব। এরপর আপিল করব। আপিলে ন্যায় বিচার পাব। এই আইনজীবীর মতে পৃথিবীতে এতো বড় ফৌজদারী মামলার রায় হয়নি। তাই ৩০ দিনের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করতে সমস্যা হবে জানান তিনি।
তিনি বলেন, প্রয়োজনে আমরা প্রধান বিচারপতির সঙ্গে এ ব্যাপারে কথা বলব। যাতে করে তিনি আমাদেরকে আপিলের মেয়াদ বাড়িয়ে দেন।