Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি’র নতুন সহকারী প্রক্টর জিয়াউল ইসলাম


৯ জানুয়ারি ২০২০ ১৭:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চবি উপাচার্য ড. শিরীণ আখতার তাকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা তাকে সহকারী প্রক্টর হিসেবে চেয়েছিলাম। তাকে দাফতরিক প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আজ থেকে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।’

জিয়াউল ইসলাম সারাবাংলাকে বলেন, আমাকে এক বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমি আজ সকাল থেকে দায়িত্ব পালন করছি।

বিজ্ঞাপন

এর আগে এস এ এম জিয়াউল ইসলাম ২০১৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে তিনি প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যোগ দেন।

চবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর