গাজীপুরে পোশাক কারখানায় আগুন; নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
১০ জানুয়ারি ২০২০ ১৫:৩৩ | আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ১৫:৪৩
ঢাকা: গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে ইসলাম গার্মেন্টস নামে ওই পোশাক কারখানায় আগুনের সুত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এরশাদ হোসেন বলেন, ‘ছয়তলা বিশিষ্ট ইসলাম গার্মেন্টসের ৬ষ্ঠ তলায় আগুনের সুত্রপাত হয়। সেখান থেকে আগুন ৫ম তলায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’
আগুন নিচের দিকে নামার আর কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।