Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুলার আগুনে দগ্ধ পরিবেশ অধিদফতরের পরিচালক


১০ জানুয়ারি ২০২০ ১৫:৫২

চট্টগ্রাম ব্যুরো: চুলা জ্বালাতে গিয়ে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক (৫২) দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর সুগন্ধা আবাসিক এলাকায় তার বাসায় এই দুর্ঘটনা ঘটে। তার হাত এবং মুখ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস মনে করছে, গ্যাস লাইনে লিকেজ থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। চুলা জ্বালাতে গিয়ে আগুনের সূত্রপাত। সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে আজাদুর রহমান চুলা জ্বালাতে গেলে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

দুর্ঘটনার পরে আজাদুর রহমান মল্লিককে প্রথমে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্ত।

দগ্ধ

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর