ইরানই ‘ভুল করে’ ইউক্রেনের বিমানে মিসাইল ছুড়েছে
১১ জানুয়ারি ২০২০ ১১:১০
তেহরানের শহরতলীতে বিধ্বস্ত হওয়া ইউক্রেনের যাত্রীবাহী বিমানটিতে ‘ভুল করে’ ইরানের রেভ্যুলশনারি গার্ডস এর সেনারা মিসাইল হামলা চালিয়েছে বলে স্বীকার করেছেন তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ কথা জানিয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়। গত ৮ জানুয়ারি ওই দুর্ঘটনায় ১৭৬ জন যাত্রী মারা যান।
আরও পড়ুন:- সামরিক আগ্রাসনে বিধ্বস্ত যেসব যাত্রীবাহী বিমান
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতের জানা যায়, ইরানের সামরিক বাহিনী বলছে যাত্রীবাহী বিমানে মিসাইল ছোড়ার বিষয়টি ইচ্ছাকৃত নয়। এটি মানবিক ভুল। যারা এজন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তেহরান এর আগে জানিয়েছিল বিমানটি ‘কারিগরি ত্রুটির’ কারণে ভূপাতিত হয়। উদ্ধারকৃত বিমানের ব্ল্যাক বক্স বিশ্লেষণে বোয়িং কোম্পানি বা যুক্তরাষ্ট্রের সহযোগিতা নেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছিল ইরান । তবে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি ও বিমান বিধ্বস্তের বেশ কয়েকটি ফুটেজ প্রকাশ পাওয়ায় দেশটি তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হলো।
ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটি দক্ষিণ-পশ্চিম তেহরানের পারান্দ এলাকায় বিধ্বস্ত হয়। বিমানের যাত্রীদের মধ্যে ৫৭ জন কানাডিয়ান, ৮২ জন ইরানের, ১১ জন ইউক্রেনের। আরও ছিলেন যুক্তরাজ্য, জার্মানি, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিকরা।
আরও পড়ুন:-
ইরানের কাছে তদন্ত ও ক্ষতিপূরণ চায় ইউক্রেন
ইরান বিমান বিধ্বস্ত মিসাইল হামলা যাত্রীবাহী বিমান যুক্তরাষ্ট্র সামরিক আগ্রাসন