উন্নয়নের অগ্রযাত্রাকে এবার গন্তব্যে নেওয়ার পালা: আতিকুল ইসলাম
১২ জানুয়ারি ২০২০ ১৪:৫০
ঢাকা: উন্নয়ন চলছে, চলবে। এ শহরের উন্নয়নের অগ্রযাত্রাকে এবার গন্তব্যে নেওয়ার পালা। রোববার (১২ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম নির্বাচনী গণসংযোগের সময় এ কথা বলেন। এদিন সকালে রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী এলাকায় গণসংযোগ করেন আতিকুল ইসলাম।
ভোটারদের উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, সবাই মিলে সবার ঢাকা; সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়তে চাই। ৩০ জানুয়ারি উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিন।
সকালে উত্তরার রাজলক্ষ্মী এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ শুরু করেন আতিকুল ইসলাম। এ সময় রাস্তায় চলা সাধারণ পথচারী থেকে শুরু করে আশপাশের দোকানদারদের সঙ্গে হাত মিলিয়ে তিনি ৩০ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
পরে আতিকুল ইসলাম উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এবারে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন।
উল্লেখ্য, ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।