Sunday 16 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিরোধীরা যতই ষড়যন্ত্র করুক, আমরা প্রতিহত করব’

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৪ ২২:৫৯ | আপডেট: ২৪ জুন ২০২৪ ২৩:৩৩

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: সারাবাংলা

ঢাকা: প্রতিপক্ষরা বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, তা শক্ত হাতে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দিয়েছে স্বাধীন দেশ, নিজের পতাকা। প্রজন্মের গল্প, ইতিহাসের গল্প বলতে বলতে আমরা স্বাধীনতা পেয়েছি। বিএনপিকে বলব, তাদের বর্তমান রাজনীতি ত্যাগ করে আওয়ামী লীগ থেকে শিখতে কীভাবে রাজনীতি করতে হয়। আওয়ামী লীগ মুক্তির সংগ্রমে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছে। প্রতিপক্ষকে বলতে চাই ষড়যন্ত্র যতই আসুক, আমরা প্রতিহত করব।

বিজ্ঞাপন

সোমবার (২৪ জুন) রাজধানী হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। ছবি: সারাবাংলা

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘আমার আমার চিন্তা না করে আমরা আমরা চিন্তা করতে হবে। নদী, খাল, মাঠ দখলের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আওয়ামী লীগের জন্মদিনে আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা খাল-মাঠ দখল প্রতিহত করব।’

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে সংসদ অধিবেশনে যোগ দেওয়ায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, আগামী ২৮ জুনের অন্য একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

বিপ্লব বড়ুয়া বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালি জাতির পরম্পরা, একটি রাজনৈতিক ঐতিহ্য, একটি জেনেটিক অ্যানসেস্ট্রি। এই দলটি দীর্ঘ সময় দেশকে সেবা দিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রের কারণে আমাদের অনেক বদনাম আছে। কিন্তু আওয়ামী লীগ না হলে আমরা বঙ্গবন্ধুকে পেতাম না। বঙ্গবন্ধু না থাকলে দেশ পেতাম না। আর দেশ না পেলে আজ আমরা এখানে বসে এই উদযাপনে অংশ নিতে পার‍তাম না।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশনার একটি মুহূর্ত। ছবি: সারাবাংলা

শান্তা জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিউটি খান। এরপর গান করেন ক্ষ্যাপা বাউল। এরপর ইভান শাহরিয়ারের কোরিওগ্রাফিতে সোহাগ ডান্স গ্রুপ দুটি নাচ পরিবেশন করে। এরপর অনুষ্ঠান মাতিয়ে তোলেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়িকা ঐশী। জনপ্রিয় সব ফোক গান পরিবেশন করেন তিনি। তরুণ তারকা ইমরানের পরিবেশনায় শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের একপর্যায়ে মেয়র আতিককেও গান গাওয়ার আহ্বান সবাই। ‘গলা ভালো না থাকায়’ মঞ্চে না উঠে আসনে বসেই ‘দে দে পাল তুলে দে’ গানের দুই লাইন গেয়ে শোনান মেয়র আতিক।

নাচ-গানে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান। ছবি: সারাবাংলা

তিন নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর মানিকের নেতৃত্বে একদল নারী সবুজ পোশাক পরে উপস্থিত হয়েছিলেন উত্তর সিটির এই আয়োজনে। মঞ্চের নাচ-গানের সঙ্গে গলা মিলিয়ে নেচে-গেয়ে অনুষ্ঠান মাতিয়ে রাখেন তারা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, মহানগর উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পীসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরএফ/টিআর

আওয়ামী লীগ আতিকুল ইসলাম উত্তর সিটি টপ নিউজ ডিএনসিসি ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রতিষ্ঠাবার্ষিকী মেয়র আতিক

বিজ্ঞাপন

তামিমের ক্লাব কেনার বিষয়ে যা জানা গেল
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২০

আরো

সম্পর্কিত খবর