বাঙালি হৃদয়ে বঙ্গবন্ধু চির ভাস্বর: গণপূর্তমন্ত্রী
১২ জানুয়ারি ২০২০ ১৬:৪৩
ঢাকা: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, ‘আমি দৃঢ়ভাবে বলতে পারি বাঙালি যতদিন থাকবে, বাঙালির স্বকীয়তা যতদিন থাকবে; ততদিন বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু উজ্জ্বল ভাস্বর হয়ে থাকবেন।’ রোববার (১২ জানুয়ারি) ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপনের পর তিনি এসব কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, ‘গোটা জাতির জন্য গৌরবোজ্জ্বল অধ্যায় একজন মহামানবকে পাওয়া। বাঙালির সেই মহামানব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শুধু হাজার বছরের নয়, সর্বকালের বাঙালি জাতির ইতিহাসে যতটুকু খোঁজ পাওয়া যায় তার মতো মহামানবের জন্ম আর হয়নি। সেজন্য আমরা তাকে বলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান।’
মন্ত্রী বলেন, ‘কেউ কেউ ভুল করে বঙ্গবন্ধুকে বলেন হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। তখন আমরা প্রশ্ন তুলি তাহলে এক হাজার বছর পূর্বে আরও কেউ ছিলো কিনা? এটা চূড়ান্ত যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে মন্ত্রী রেজাউল করিম বলেন, “আমি গভীর কৃতজ্ঞতা জানাই ল’ রিপোর্টার্স ফোরামের প্রতি। বাস্তবতার সঙ্গে তাগিদ বোধ করে বঙ্গবন্ধুর ছবি উত্তোলনের মধ্য দিয়ে তারা নৈতিক দায়িত্ব পালন করেছেন।”
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ঢাকার সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হবে বলে আশা করি। যে প্রার্থীই নির্বাচিত হবেন তাকেই আমরা প্রতিনিধি হিসাবে মেনে নেবো। তবে আমাদের বিশ্বাস আমরা দুই প্রার্থী নির্বাচিত হলে ঢাকাকে তিলোত্তমা, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস, যানজটমুক্ত মহানগর হিসেবে গড়ে তুলবেন।’
ল’ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজুর সঞ্চালনায় এবং সভাপতি ওয়াকিল আহমেদ হিরনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন, সংগঠনের জ্যেষ্ঠ সদস্য ফারুক কাজী, মিজান মালিক, আশুতোষ সরকার, সাঈদ আহমেদ খান, মাজহারুল হক মান্না, মাশহুদুল হকসহ অন্যরা।