আ.লীগকে ভোটে জেতানোর দায়িত্ব নিয়েছে ইসি: আমির খসরু
১৩ জানুয়ারি ২০২০ ১৫:৪৮
ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগকে ভোটে জেতানোর দায়িত্ব নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবার ভোট চুরির নতুন অধ্যায় হচ্ছে ইভিএম।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘নির্বাচনে ইভিএম চাপিয়ে দেওয়া ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র’ শীর্ষক এই সভার আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম।
আমির খসরু বলেন, ‘ইভিএমের এই মেশিন ভারত ২১ হাজার টাকা করে কিনেছে, অথচ সেটি কিনতে আমাদের খরচ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার টাকা করে। ভারতের মেশিনে ভোট দিলে একটা পেপার বের হয় কিন্তু বাংলাদেশের মেশিনে সেটাও নেই। বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগে আগামীতে কোনো সুযোগ থাকবে না। যেসব দেশ প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে যারা প্রযুক্তির জন্ম দেয়, তারাই ইভিএম বন্ধ করে দিয়েছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং প্রযুক্তির প্রাণকেন্দ্র সিলিকন ভ্যালি তথা ক্যালিফোর্নিয়াও ইভিএম বন্ধ করে দিয়েছে।’
এই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আপনি ভোট দেওয়ার পরে আপনার হাতে কিছু নেই। যেভাবে প্রোগ্রামিং করবেন সেভাবে আপনাকে ফলাফল দেবে। এর মধ্যদিয়ে আওয়ামী লীগকে ভোটে জেতার প্রোগ্রামিং করা হচ্ছে। সাধারণ মানুষের পক্ষে এটা বোঝার কোনো সুযোগ নেই।’
ইভিএমকে চিরতরে যদি বিদায় করতে না পারি বাংলাদেশে আগামী দিনে নির্বাচন ব্যবস্থাপনা বলে কিছু থাকবে না জানিয়ে তিনি আরও বলেন, ‘ইভিএম বন্ধ করতে হবে। নতুবা জনগণের ভোটে নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই। সরকারের এখন একমাত্র উপায় হচ্ছে ইলেকট্রনিকভাবে ভোট চুরি করা। ডিজিটালি ভোট চুরি করতে হবে।’
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপি নেতা আহমেদ আজম খান, খায়রুল কবীর খোকন, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহসহ অন্যরা।