Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু ধর্ষণের অভিযোগে ময়মনসিংহে বৃদ্ধ কারাগারে


১৪ জানুয়ারি ২০২০ ২০:১৫

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বদির উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ দেন। ডাক্তারি পরীক্ষার জন্য এদিন শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

বদির উদ্দিনের বাড়ি উপজেলার কাকনী ইউনিয়নে। তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২ জানুয়ারি শিশুটি বদির উদ্দিনের বাড়ির উঠানে খেলছিল। বদির উদ্দিন তাকে চকলেট খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা মীমাংসার কথা বলে কালক্ষেপণ করেন।

গত রাতে ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই বদিরকে গ্রেফতার করে।

ধর্ষণ শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর