Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিমবাহ ও ভূমিধসে ভারত-পাকিস্তান-আফগানিস্তানে নিহত বেড়ে ১২৪


১৪ জানুয়ারি ২০২০ ২০:৩৬ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ২০:৩৯

প্রতিকূল আবহাওয়ার কারণে ও হিমবাহ-ভূমিধসে ভারত-পাকিস্তান ও আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ১২৪ জনে দাঁড়িয়েছে। এদের অধিকাংশই মারা গেছেন ভারত ও পাকিস্তান-শাসিত কাশ্মিরে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) আল-জাজিরার খবরে এ তথ্য দেওয়া হয়।

পাকিস্তান সরকার জানিয়েছে, হিমবাহধসে গত ২৪ ঘণ্টায় কাশ্মিরে অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। আরও অনেকে নিখোঁজ আছেন।

দুর্গম এলাকাগুলোতে যেতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। পাকিস্তানজুড়ে মারা গেছেন অন্তত ৭৫ জন। কিছুদিনের দুর্যোগে আফগানিস্তানে  মৃতের সংখ্যা ৩৯। এদিকে ভারতশাসিত কাশ্মিরে মারা গেছেন ১০ জন।

ভারতের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় নিহতদের মধ্যে ৫ ভারতীয় সেনাও রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কিছুদিনে সেখানের আবহাওয়ার অবস্থা আরও প্রতিকূল হতে পারে।

প্রসঙ্গত, ২০১২ সালে পাকিস্তানের এক সেনাঘাঁটিতে হিমবাহধসে ১২৪ সেনা ও ১১ বেসামরিক লোকের মৃত্যু হয়।

আফগানিস্তান পাকিস্তান ভারত হিমবাহ ও ভূমিধস