Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ


১৫ জানুয়ারি ২০২০ ০৮:৪৮ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ০৮:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

মুন্সীগঞ্জ: ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ছোট-বড় সকল ধরণের ফেরী চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন- বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ১০টা থেকে ফেরী চলাচল বন্ধ করা হয়।

জানা যায়, ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে বিভিন্ন পয়েন্টে ৬টি ফেরী আটকে রয়েছে। এতে দূর্ভোগে পড়েছেন এসব ফেরির অসংখ্য যাত্রী।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিক আহমেদ জানান, ঘন কুয়াশার কারণে নদীর চ্যানেলের পয়েন্ট গুলোতে বিকন বাতি, বয়া সিগনাল দেখতে না পাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ অবস্থায় পদ্মার মাঝে বিভিন্ন পয়েন্টে-নোঙর করে রাখা হয়েছে হয়েছে আরও ৬টি ফেরি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বুধবার (১৫ জানুয়ারি) কুয়াশা কমলে ফেরি চলাচল আবার স্বাভাবিক করা হবে। তবে এই মুহূর্তে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় ৩ শতাধিক গাড়ি ফেরি পারের অপেক্ষায় রয়েছে। রাতে ঘাটে আসা নাইট কোচসহ অ্যাম্বুলেন্স, ছোট যানবাহন ও পচনশীল মালবাহী ট্রাক রয়েছে পারাপারের অপেক্ষায়।

ঘন কুয়াশা টপ নিউজ ফেরি শিমুলিয়া-কাঁঠালবাড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর