Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত


১৫ জানুয়ারি ২০২০ ১৩:০৪

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের শামলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া হোসাইন শরীফের ছেলে আবুল হাসিম (৩০) ও শামসুল আলমের ছেলে মোহাস্মদ আয়ুব (৪০)।

কক্সবাজার র‌্যাব-১৫’র সিপিসি-২ টেকনাফের হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ শাহ আলম জানান, কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের শামলাপুর এলাকায় ইয়াবার চালান পাচার হওয়ার গোপন সংবাদে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এসময় অস্ত্রধারী ইয়াবা কারবারীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলাগুলির পর ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, দেশে তৈরি দুটি অস্ত্র, পাঁচ রাউন্ড কার্তুজ ও ছয়টি কার্তুজের খোসাসহ গুলিবিদ্ধ অবস্থায় আবুল হাসিম ও আয়ুবকে উদ্ধার করা হয়। পরে গুলিবিদ্ধ ওই দুজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরে ওই দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান শাহ আলম।

কক্সবাজার বন্দুকযুদ্ধ মাদক কারবারি র‍্যাব

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর