Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৭০ ধারা বাতিল ঐতিহাসিক পদক্ষেপ: ভারতীয় সেনাপ্রধান


১৫ জানুয়ারি ২০২০ ১৩:৫২

ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয়  সরকার এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান মানোজ মুকুন্দ নার্ভানে। কেন্দ্রীয় শাসনের অধীনে জম্মু-কাশ্মীরকে জাতীয় ঐক্যের সঙ্গে সম্পৃক্ত করার সিদ্ধান্ত এক যুগান্তকারী পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি। বুধবার (১৫ জানুয়ারি) দিল্লিতে ভারতের ৭২তম সেনা দিবসের অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর এনডিটিভি।

বিজ্ঞাপন

এর আগে, গত বছরের আগস্টে জম্মু-কাশ্মীরের বিশেষ সাংবিধানিক অধিকার বিলুপ্ত করে ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে ভারত। ফলে, জম্মু-কাশ্মীর ও লাদাখ দুটি আলাদা প্রদেশ হিসেবে ভারতের কেন্দ্রীয় সরকারের অধীনে চলে যায়।

সেনা দিবসের অনুষ্ঠানের বক্তব্যে ভারতের সেনাপ্রধান বলেন, ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে প্রতিবেশী পাকিস্তানের গোপন ষড়যন্ত্র বন্ধ হয়েছে। জম্মু-কাশ্মীরও মূলধারার ভারতের সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ পেয়েছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যে সর্বোচ্চ শক্তি নিয়োগে সশস্ত্র বাহিনী প্রস্তুত।

৩৭০ ধারা ভারত মানোজ মুকুন্দ নার্ভানে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর