Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবারও জাতিসংঘের দূতকে সফরের অনুমতি দেয়নি মিয়ানমার


১৫ জানুয়ারি ২০২০ ২০:১৯

ঢাকা: মানবাধিকার বিষয়ে জাতিসংঘকে অসহযোগিতা করার আগের নীতিতেই অটল রয়েছে মিয়ানমার। জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি‘কে এবারও রাখাইন ভ্রমণের অনুমতি দেয়নি দেশটি।

গত ২০১৭ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত একাধিকবার আবেদন করেও মিয়ানমার সফরের অনুমতি পাননি ইয়াংহি লি। রোহিঙ্গা বিষয়ক চূড়ান্ত মানবাধিকার প্রতিবেদন আগামী মার্চে জাতিসংঘে দাখিল করবেন তিনি।

জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে মঙ্গলবার (১৫ জানুয়ারি) এক বার্তায় জানান হয়, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ দূত ইয়াংহি লি ১৫ থেকে ২৩ জানুয়ারি চূড়ান্ত সফর করবেন।

এবার শেষবারের মতো সফরের অনুমতি চাইলেও আগের মতোই মিয়ানমার নাকচ করে দেয়। তাই বিশেষ দূত ইয়াংহি লি বাংলাদেশ এবং থাইল্যান্ড সফর করবেন। এই দুইটি দেশে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের সঙ্গে সরাসরি আলাপ করে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখবেন।

বিশেষ দূত ইয়াংহি লিকে উদ্ধৃতি করে বার্তায় বলা হয়, ‘মিয়ানমার সরকারের সঙ্গে কাজ করতে আমি এখনো আগ্রহী। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তার শতভাগ কাজ করব। মিয়ানমারের মানবাধিকার বিষয়ের পরিস্থিতি জানতে আমি অনবরত দেশটির লোকজনের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাব।’

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বিশেষ দূত ইয়াংহি লি সাক্ষাৎ করবেন।

সফর সম্পর্কে অবহিত করতে ইয়াংহি লি আগামী ২৩ জানুয়ারি ঢাকার সাংবাদিকদের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনের অংশ নিবেন।

বিজ্ঞাপন

ইয়াংহি লি মিয়ানমার রোহিঙ্গা ইস্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর