অ্যাপের মাধ্যমে বিজিবিকে জানানো যাবে অপরাধের তথ্য
১৫ জানুয়ারি ২০২০ ২১:৫৭
ঢাকা: সীমান্তে অপরাধ দমনে ‘রিপোর্ট টু বিজিবি’ নামে একটি অ্যাপের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি। ফলে এখন থেকে এই অ্যাপের মাধ্যমে সীমান্ত এলাকার জনগণ যে কোনো অপরাধ সংক্রান্ত তথ্য পাঠাতে পারবেন।
বুধবার (১৫ জানুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ডিসেম্বরে বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপোর্ট টু বিজিবি নামে অ্যাপের উদ্বোধন করেন। এ অ্যাপের মাধ্যমে বাংলাদেশের জনগণ যে কোনো স্থান থেকে মোবাইলের মাধ্যমে অতি দ্রুততার সঙ্গে সীমান্ত অপরাধ সংক্রান্ত প্রতিবেদন পাঠাতে পারবে। এতে করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সীমান্ত সুরক্ষা, সীমান্ত হত্যা, মানবপাচার, মাদকপাচার, চোরাচালান, আগ্নেয়াস্ত্র উদ্ধার, সন্ত্রাসী আক্রমণ, সোশ্যাল মিডিয়া ওয়াচ এবং গ্রেফতারসহ বিজিবি দ্রুত কার্যকরী ব্যবস্থা নিতে পারবে।
জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীকে ‘প্লে-স্টোর’ এবং অ্যাপল ডিভাইসে ‘অ্যাপ-স্টোর’ থেকে ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ‘ওপেন’ করতে হবে। অপরাধের ধরন (সীমান্ত হত্যা, মানব পাচার, মাদকদ্রব্য, চোরাচালান, আগ্নেয়াস্ত্র উদ্ধার, সন্ত্রাসী আক্রমণ, সোশ্যাল মিডিয়া ওয়াচ, গ্রেফতার ও অন্যান্য) হতে তথ্য অনুযায়ী নির্বাচন করতে হবে।’
অ্যাপ্লিকেশন ব্যবহারকারীকে এরপর ক্যামেরা আইকনে ক্লিক করে অপরাধ দৃশ্যের ছবি তুলতে হবে অথবা গ্যালারি থেকে অপরাধ দৃশ্যের ছবি নির্বাচন করতে হবে। অপরাধের দৃশ্যটি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে। অপরাধ সংগঠিত হওয়ার জেলা এবং থানা নির্বাচন করতে হবে। তথ্য প্রদানকারী ইচ্ছা অনুযায়ী নিজের সংক্ষিপ্ত বর্ণনা দিতে পারবেন (ঐচ্ছিক)। সেন্ড’ আইকনে ক্লিক করে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।