Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে তিন দশকে সর্বনিম্ন প্রবৃদ্ধি


১৭ জানুয়ারি ২০২০ ১২:০৮

২৯ বছরের মধ্যে এবারে সবচেয়ে শ্লথ অর্থনৈতিক বছর পার করলো চীন। ২০১৯ সালে দেশটি মাত্র ৬ দশমিক ১ শতাংশ হারে মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি অর্জন করেছে। যা ১৯৯০ সালের পর দেশটির সর্বনিম্ন উৎপাদন প্রবৃদ্ধির হার। শুক্রবার (১৭ জানুয়ারি) দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো এ তথ্য প্রকাশ করেছে।

চীনের এমন দুর্বল অর্থনীতির কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধকে দায়ী করছেন বিশ্লেষকরা। এছাড়া আধা-স্বায়ত্তশাসিত শহর হংকংয়ে বছরব্যাপী আন্দোলনেও প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। এর আগে ২০১৮ সালে চীনে ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিলো।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে তার দেশের বিশাল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্য দেশটির পণ্য আমদানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন। বিভিন্ন সময়ে নানা হারে শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রে চীনের পণ্য রফতানি ব্যাপক হ্রাস পায়। এর প্রভাব পড়েছে দেশটির উৎপাদন খাতে।

চীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর