Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমাদের বিজয়ী করতে জনগণ অপেক্ষায় আছে: তাবিথ


১৮ জানুয়ারি ২০২০ ১২:৩১ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২০ ১৪:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, যেখানেই যাচ্ছি জনগণের বিপুল সাড়া পাচ্ছি। এতে মনে হচ্ছে ৩০ জানুয়ারি আমাদের বিজয়ী করতে জনগণ অপেক্ষায় আছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল দশটায় রাজধানীর খিলগাঁও এলাকার তালতলা মার্কেট থেকে গণসংযোগ শুরুর আধাঘণ্টা পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তাবিথ আউয়াল বলেন, ‘আমরা যেখানেই যাচ্ছি জনগণের বিপুল সাড়া পাচ্ছি। আজকেও এখানে সকাল সকাল জনগণের ব্যাপক সমাগম দেখতে পাচ্ছি। আমাদের আসার অপেক্ষায় সকাল থেকেই তারা এখানে ছিলো। এতে বুঝা যায়, আগামী ৩০ জানুয়ারি আমাদের বিজয়ী করতে জনগণ অপেক্ষায় আছে।’

বিজ্ঞাপন

‘আমরা প্রতি মুহূর্তে পরিস্থিতি দেখছি। প্রতি মুহূর্তের পরিস্থিতি বদলাচ্ছে।’ যোগ করেন তিনি।

নির্বাচনের দিন ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান করে তিনি বলেন, ‘আমরা দায়িত্বশীল দল হিসেবে শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে আমাদের প্রস্তুতি নিচ্ছি। ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে যেতে আমরা প্রস্তুত। কেন্দ্রে আমরা উপস্থিত থাকবো। আমাদের উপরে যতই হামলা হোক, আমরা শক্তিশালী হয়েই দাঁড়িয়ে থাকবো।’

ভোটারদের উদ্দেশ্যে তাবিথ আউয়াল বলেন, ‘আমরা ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছি, দুর্নীতিমুক্ত ও দুঃশাসনমুক্ত সিটি করপোরেশন গড়বো। কাউন্সিলর এবং মেয়র সকলকেই জবাবদিহিতার আওতায় এসে কাজ করতে হবে। এমন ব্যবস্থাই আমরা দেখতে চাই।’

ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে কোন শঙ্কা আছে কি না? এমন প্রশ্নের জবাবে তাবিথ বলেন, ‘ভোটাররা নিশ্চয়ই ভয়ের মধ্যে আছে। ভোটাররা তাদের ভোটের অধিকার চায়। ভোটাররা দেখতে চায়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।’

আগামী ৩০ জানুয়ারি রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি’র পক্ষ থেকে তাবিথ আউয়ালকে মনোনয়ন দেওয়া হয়েছে।

টপ নিউজ ঢাকা উত্তর সিটি করপোরেশন তাবিথ আউয়াল

বিজ্ঞাপন

চালু হলো পাঠাও পে
৮ জুলাই ২০২৫ ১৫:০৬

আরো

সম্পর্কিত খবর