ছুটির দিনে জরুরি বৈঠকে নির্বাচন কমিশন
১৮ জানুয়ারি ২০২০ ১৬:২২
ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সূত্র জানিয়েছে, আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন করা হবে কি না— সেই সিদ্ধান্ত আসতে পারে বৈঠক থেকে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়। ছুটির দিনে কেন বৈঠক তা জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনারের পিএস একেএম মাজহারুল ইসলাম বলেন, এটা পূর্ব নির্ধারিত সভা ছিল না।
অন্যদিকে ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, নির্বাচন কমিশনারদের ফোন করে বৈঠকে উপস্থিত হতে বলা হয়েছে। যদিও সিইসি কে এম নুরুল হুদা এবং কমিশনার রফিকুল ইসলাম দুপুরের দিকে নির্বাচন ভবন থেকে বেরিয়ে গেছেন।
সে সময় তিনি সাংবাদিকদের বলেন, পরিস্থিতি বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নিলে নির্বাচন পেছাবে। সরস্বতি পূজার জন্য ঢাকার দুই সিটি নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে তাদের করা রিট আবেদন হাইকোর্ট বিভাগ খারিজ করে দিয়েছেন। আপিল বিভাগে শুনানি রয়েছে রোববার।
এদিকে সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন করা সম্ভব কি না জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন (ইসি) বসে সিদ্ধান্ত নেবে। সুযোগ আছে কি না আর সম্ভব কি না দুটি ভিন্ন বিষয়। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, আদালত যদি বলেন, তাহলে আমাদের ভোট পেছাতেই হবে। জাতিগতভাবে আমরা প্রতিটি বিষয় নিয়ে আন্দোলন করি। কিন্তু কতটা যৌক্তিক এসব বিষয় দেখেই সিদ্ধান্ত নিতে হয় সরকারকে অথবা অন্য প্রতিষ্ঠানকে।