দুর্নীতিমুক্ত মেয়র চায় যাত্রাবাড়িবাসী
১৮ জানুয়ারি ২০২০ ১৭:১৩
ঢাকা: যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা দীপক রায়, শাহজাহান আলী, রহমত মোল্লা এবং নাসির উদ্দিন। সিটি নির্বাচন নিয়ে তাদেরও রয়েছে নানা প্রত্যাশা— তারা চান মেয়র হবেন দুর্নীতিমুক্ত, এলাকার উন্নয়নে রাখবেন সদা নজর। একইসঙ্গে মাদকের বিরুদ্ধে করবেন যুদ্ধ আর তরুণ সমাজকে রক্ষা করতে নেবেন নানা পদক্ষেপ।
শনিবার (১৮ জানুয়ারি) যাত্রাবাড়ি এলাকার শহীদ ফারুক সড়কের পাশের একটি চায়ের দোকানে নির্বাচন নিয়ে এভাবেই চলছিলো তাদের মধ্যে আলোচনা।
তাদের আলোচনা যখন তুঙ্গে তখন সারাবাংলার পক্ষ থেকে জানতে চাওয়া হয় কেমন মেয়র চান আপনারা? এই প্রশ্ন ছুড়তেই দীপক রায় বলেন, ‘আমরা দুর্নীতিমুক্ত মেয়র চাই। অতীতে যারা মেয়র ছিলেন তাদের আমরা ঠিকমতো পাইনি। তারা জনগণের জন্য তেমন কোনো কাজও করেনি। এখন আমরা পরিবর্তন চাই। জনগণের টাকা দিয়ে যেহেতু কাজ হচ্ছে তাই আমরা চাই উন্নয়নের টাকা যেন সঠিক কাজে ব্যয় হয়।’
এলাকায় কি কি সমস্যা রয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘পয়ঃনিষ্কাশন সবচেয়ে বড় সমস্যা। এর পাশাপাশি রয়েছে রাস্তার ফুটপাতে বাজার। অতীতের মেয়ররা লোক দেখানো এক-দুই দিনের জন্য ফুটপাত মুক্ত করলেও আবার ফুটপাতে বাজার বসেছে। সমস্যার তো কোনো শেষ নেই। যারা মেয়র হয়, তারা নির্বাচনের পর আর খোঁজই নেন না।’
পাশেই বসে ছিলেন বৃদ্ধ শাহজাহান আলী। তিনি বলেন, ‘নির্বাচন এলে নেতাদের কথার ফুলঝুরির অভাব হয় না, কিন্তু নির্বাচন শেষ হলে কেউ এলাকাতেই আসে না। আমরা সেবা পাওয়ার জন্য ভোট দিয়ে থাকি। কিন্তু যারা নির্বাচিত হন তারা আমাদের দ্রুতই ভুলে যান। আমরা দুর্নীতি, মাদক এবং জনদরদী সেবক চাই। যিনি আমাদের দুঃখে দুঃখ পাবেন, একই সঙ্গে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।’
চায়ের দোকানেই ছিলেন স্থানীয় আরেক বাসিন্দা রহমত মোল্লা। তিনি নির্বাচন নিয়েই বিরক্ত, বললেন, ‘নির্বাচন করে কি আর হবে? জনগণের সঙ্গে এটা নিতান্তই তামাশা। আমাদের কি আর কোনো মূল্য আছে। যারা আমাদের ভোটে জয়ী হয়, তারা তো আমাদের সাথে দেখাই করেন না। ভোট দিয়ে আর কি হবে। আমরা যেমন আছি তেমনই থেকে যাবো।’
নাসির উদ্দিন নামে আরেক ভোটার চান একজন সৎ মেয়র, যিনি শুধু কথায় নয় কাজেও বিশ্বাসী হবেন। যিনি নগর সেবক হবেন তিনি যেন অন্যায়ের কাছে মাথা নত না করেন, দুর্নীতিকে ঠেলে ফেলে যিনি শুধু নগরের উন্নয়ন নিয়েই কাজ করে যাবেন বলে প্রত্যাশা তার।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন। নির্বাচনকে ঘিরে এরইমধ্যে বড় দুই দলের মেয়র প্রার্থীরা পাল্লা দিয়ে গণসংযোগ করছেন। দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি।