Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে ট্রলির ধাক্কায় দেয়াল ধসে শিশুর মৃত্যু


১৮ জানুয়ারি ২০২০ ২২:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ: জেলার সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় বালুবোঝাই ট্রলির ধাক্কায় দেয়াল চাপা পড়ে মো. আসিফ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।

স্বজনরা জানান, আসিফসহ কয়েকজন শিশু বাড়ির সামনে একটি খোলা জায়গায় খেলাধূলা করছিল। এসময় বালুবোঝাই একটি ট্রলি দেয়ালকে ধাক্কা দেয়। সেই দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে আসিফ। আহত অবস্থায় আসিফকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতের পরিবার কোন মামলা করেননি, তারা ময়নাতদন্ত না করে দাফন করার জন্য আবেদন করায় অনুমতি দেওয়া হয়।’ ট্রলিটি ঘটনাস্থলে আটক রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন

দেয়াল চাপা শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর