সুষ্ঠু নির্বাচন করার যোগ্যতা ইসির নেই : তাবিথ
১৯ জানুয়ারি ২০২০ ১৩:৫২
ঢাকা: ঢাকার সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার যোগ্যতা নির্বাচন কমিশনের নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন যে করতে পারবেন না এ প্রমাণ উনারাই দিচ্ছেন।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর-১০ এলাকায় নির্বাচনি গণসংযোগের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা বা ওইরকম কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে কি না?’- এমন প্রশ্রের জবাবে তাবিথ বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের যে যোগ্যতা নেই। এ প্রমাণ তো উনারা নিজেরাই দিচ্ছেন। ভোটের তারিখ পেছানোটাই তো সবচেয়ে বড় প্রমাণ। তফসিল ঘোষণার দিন থেকে সবাই বলে আসছে, তবুও একটা বিতর্কিত তারিখ উনারা নির্ধারণ করেছিল। সবার বিপক্ষে দাঁড়িয়ে উনারা খামোকা হাসি-ঠাট্টা ও তামাশা করেছেন। এমনকি তিনদিন আগেও বলেছে, একই সঙ্গে স্কুলে নির্বাচন ও পূজা চলবে।
তিনি আরও বলেন, ‘পরিবেশ সুষ্ঠু রাখার জন্য দায়িত্বশীল সকলকে সজাগ থাকতে হবে। এবং দৃষ্টান্তমূলক কিছু করে দেখাতে হবে। এজন্য আগামী দিনগুলোতে আমরা শুনতে চাই যে, কমিশন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কি ধরণের ব্যবস্থা নেবে।’
তাবিথ আউয়াল বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের আদর্শকে স্মরণ করে আমি বলছি, গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার জন্য, ভোটারদের অধিকার রক্ষা করার জন্য আমরা আন্দোলন করছি এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ভোটারদের জানাতে চাই, নির্বাচন কমিশন চেষ্টা করবে নির্বাচনকে বিতর্কিত করার জন্য। সামনে আরও নাটক আমরা দেখতে পারি। নির্বাচন যে তারিখেই হউক আমরা প্রস্তুত। আমরা ভোটের মাধ্যমে পরিষ্কারভাবে সরকার এবং নির্বাচন কমিশনকে বুঝিয়ে দেবো যে, ভোটের অধিকার বেশিদিনের জন্য কেউ ছিনতাই করতে পারবে না।’
‘নির্বাচনি প্রচারণায় বাড়তি দুদিন সময় পেলেন, কিভাবে দেখছেন?- জবাবে তাবিথ বলেন, ‘দেখুন দুদিন কম-বেশি প্রচারণার বিষয় নয় এটা। এটা বৃহত্তর জাতীয় ইস্যু ছিল। যে ইস্যুকে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে অপমান করেছে। আমলে নেয়নি। পরে জাতীয়ভাবে যখন সবাই একটা দাবি করেছে, তখন নির্বাচন কমিশন বিষয়টা মেনে নিয়েছে।’
গণসংযোগে তাবিথ আউয়ালের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায়, আকরামুল হাসান, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।