Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিল


২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:০১

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সমাবেশের অনুমতি না পাওয়ায় শনিবার (২৪ ফেব্রুয়ারি) কালো পতাকা মিছিল করবে বিএনপি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা হওয়ার প্রতিবাদে এ সমাবেশ আয়োজন করা হয়েছিল।

নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

রিজভী বলেন, ‘আমরা আগামীকালের সমাবেশের পুরো প্রস্তুতি নিয়েছি। আমরা মাঠ চাওয়ায় সোহরাওয়ার্দী উদ্যান থেকে চিঠি দেওয়া হয়েছে, পুলিশের অনুমতি পেলে তারা মাঠ দিবে। কিন্তু এখন পর্যন্ত সমাবেশের অনুমতি পাইনি। তাই সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকায় কালো পাতাকা মিছিল করা হবে।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারক খালেদা জিয়ার জবানবন্দিকে ‘বিকৃত’ করেছেন— মন্তব্য করে  এ সময তিনি বলেন, ‘বিচারক খালেদার জবানবন্দিকে বিকৃত করেছেন। শেখ হাসিনার আমলে ইনসাফ এখন পালিয়ে বেড়াচ্ছে। আখতারুজ্জামানের মতো বিচারকের কারণে দেশে ইনসাফ নেই।’

‘বিট্রেনের নাগরিকত্ব চেয়ে তারেক পরিবারের আবেদন’— এমন একটি সংবাদ একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বেগম খালেদাকে কারবন্দি করে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র হচ্ছে। জিয়া পরিবারের বিরুদ্ধে এটি একটি সংঘবদ্ধ অপপ্রচার। বিদেশি পত্রিকার তথ্য যাচাই-বাছাই না করেই আমাদের সময় ডটকমে ওই খবর প্রচার করা হয়েছে। দলের পক্ষ থেকে আমরা এর নিন্দা জানাচ্ছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

পাকিস্তানে শাকিব খানের ছবি
২০ অক্টোবর ২০২৪ ১৬:৪৮

সালমান খানের আফসোস
২০ অক্টোবর ২০২৪ ১৬:৪৩

সম্পর্কিত খবর