Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে শিশুকে যৌন নিপীড়ন, একজনের ১০ বছরের কারাদণ্ড


২১ জানুয়ারি ২০২০ ১৫:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সদর উপজেলায় এক শিশুকে যৌন নিপীড়নের মামলায় ফায়েজ মিয়া নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

সাজাপ্রাপ্ত ফয়েজ মিয়া সিরাজগঞ্জের সদর উপজেলা শিবনাথপুর গ্রামের বাসিন্দা।

আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু জানান, আসামি ও ভুক্তভোগীর পরিবার প্রতিবেশি ছিল। ২০০৯ সালের ১৬ এপ্রিল মাসে দুপুরে তিন বছরের ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন ফয়েজ। এ সময় শিশুটি কান্নাকাটি ও চিৎকার করলে তার মা বিষয়টি টের পায় এবং শিশুকে উদ্ধার করে। পরে মা শিশুটিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

এ ঘটনার পরের দিন শিশুটির মা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আসামির অনুপস্থিতিতে বিচারক এ রায় দেন।

কারাদণ্ড শিশু যৌন নিপীড়ন