Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ৩ জনের মৃত্যু


২৪ জানুয়ারি ২০২০ ১১:৫২

হবিগঞ্জ: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী একটি বাস উল্টে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন বাসের হেলপার সদর উপজেলার মড়ুরা গ্রামের আবু সাঈদ (৩০) ও একই উপজেলার দৌলতপুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে কমলা বেগম (৩৫)। বাকি একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, শুক্রবার সকালে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ বিরতিহীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস হবিগঞ্জ যাচ্ছিল। পথে বাসটি বাহুবলের কামাইছাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই তিন জন মারা গেছেন।

পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাসুক মিয়া দুর্ঘটনা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

টপ নিউজ বাস উল্টে মৃত্যু যাত্রীবাহী বাস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর