Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশ ও পাকিস্তানের মুসলিমদের ভারত থেকে তাড়ানো উচিত’


২৫ জানুয়ারি ২০২০ ১৫:০৫

শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে যে শিবসেনা মোদি সরকারের বিরোধিতা করেছিল। এবার সে দলটিই তুলেছে উল্টো সুর। শিবসেনা দাবি করেছে, বাংলাদেশ ও পাকিস্তানের মুসলিমদের ভারত থেকে তাড়ানো উচিত। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শিবসেনার মুখপাত্র সামানায় এক সম্পাদকীয়তে দলটি নিজের অবস্থান জানায়। সম্পাদকীয়তে লেখা হয়, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের ভারত থেকে তাড়িয়ে দিতে হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অনেক দল তার অবস্থান পরিবর্তন করছে যা হাস্যকর।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে ঘোষণা দিয়েছেন ৯ তারিখ তিনি ‍মুম্বাইতে র‌্যালি করবেন, বাংলাদেশ-পাকিস্তান থেকে মুসলিমদের ভারত থেকে তাড়ানোর জন্য। তার ঘোষণার পরই নিজেদের অবস্থান জানাল শিবসেনা।

রাজ ঠাকরে সাবেক শিবসেনা নেতা। তিনি শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরের নিকটাত্মীয়। ২০০৬ সালে শিবসেনা ছেড়ে নিজের দল গড়েন এই রাজনীতিবিদ।

পাকিস্তান ভারত শিবসেনা সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর