যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা
২৫ জানুয়ারি ২০২০ ২০:০৭
ঢাকা: যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে চক্ষু, গাইনি, ডায়াবেটিস, সাধারণ ও দন্ত চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। নোয়াখালীর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, আশপাশের শাখাসমূহের প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ অন্যরা।
অনুষ্ঠানে প্রায় ৩ হাজার ২৭৫ জন রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ওষুধ দেওয়া হয় এবং ৩২৯ জন রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়াও অভিজ্ঞ চিকিৎসক দিয়ে দাঁতের রোগীদের বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হয়।