Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার: নারীসহ আটক ৩


২৬ জানুয়ারি ২০২০ ০০:৪৬ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ ০০:৪৮

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার (২৫ জানুয়ারি) রাত ৮ টা দিকে টেকনাফের ডেইল পাড়া আব্দুল গফুরের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- টেকনাফ পৌরসভা ডেইল পাড়া এলাকার আব্দুল গফুরের স্ত্রী নুর বাহার (৫০), হোয়াইক্যাং ইউনিয়নের
খারাংখালী এলাকার নুর আলমের ছেলে মো. হেলাল (২৮), টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মো. ইসমাইলের ছেলে রাজ্জাক (১৮)।

বিজ্ঞাপন

এ বিষয়ে টেকনাফ কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে.এম সোহেল রানা সারাবাংলাকে বলেন, শনিবার রাতে আমরা গোপন সংবাদের মাধ্যেমে জানতে পারি ইয়াবার একটি বড় চালান আব্দুল গফুরের বাড়িতে মওজুত রয়েছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে গফুরের বাড়িতে তল্লাশী করে ২টি শপিং ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগ দুইটি থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য সাড়ে ৪ কোটি টাকার মত হবে জানান।

তিনি আরও জানান, ইয়াবা উদ্ধারে ঘটনায় জড়িত থাকায় মোঃ আব্দুল গফুর (৬০) ও তার দুই ছেলে মোঃ হোসেন (৩০), মোঃ সাদ্দাম হোসেন (২৫) এবং সাদ্দাম হোসেনের স্ত্রী মোছাঃ আঞ্জুমা বেগম পলাতক রয়েছে। তারা দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছিলো। আটককৃত আসামীসহ উদ্ধার ইয়াবা গুলো টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

ইয়াবা টপ নিউজ মাদক

বিজ্ঞাপন

গাজায় ১৫ চিকিৎসক নিহত: আইডিএফ
২১ এপ্রিল ২০২৫ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর