নির্বাচনে স্টিকারযুক্ত মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন সাংবাদিকরা
২৬ জানুয়ারি ২০২০ ১২:৪২
ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকরা সীমিত আকারে স্টিকারযুক্ত মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। তবে সাংবাদিকদের কাছে স্টিকারের পাশাপাশি তাদের অফিস থেকে সরবরাহ করা আইডি কার্ডও থাকতে হবে বলে জানান তিনি।
রোববার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর শের-ই বাংলা নগরে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মো. আলমগীর আরও বলেন, ‘নির্বাচনে দায়িত্বপালনকালে সাংবাদিকরা যাতে সহজে সংবাদ সংগ্রহ করতে পারেন সে জন্য আমরা নির্বাচনের সময় মোটরসাইকেল ব্যবহারে কোনো বিধি-নিষেধ আরোপ করছি না। তবে সাংবাদিকদের মনে রাখতে হবে এই স্টিাকারযুক্ত গাড়ি যাতে অপব্যবহার করা না হয়।’
তিনি আরও বলেন, ‘প্রয়োজনে স্টিকারযুক্ত মোটরসাইকেলে আরও একজন সাংবাদিক বসতে পারবেন। তবে তারও ইসি থেকে সরবরাহ করা পরিচয়পত্র থাকতে হবে।
সাংবাদিকদের ভোটকক্ষে প্রবেশের বিষয়ে তিনি বলেন, ‘সাংবাদিকরা ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন। তবে গোপন কক্ষে প্রবেশ ও ছবি তুলতে পারবেন না।’
এছাড়া নির্বাচনের দিন কোনো ধরনের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা প্রাইভেট কার চলার অনুমতি দিতে চেয়েছিলাম কিন্তু ওইদিন রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ থাকবে না বিধায় ব্যক্তিগত গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না।’
তিনি আরও বলেন, সাংবাদিকরা যাতে দায়িত্বপালনকালে পুলিশ কর্তৃক বাধা ও হয়রানির শিকার না হয়, সেজন্য আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের (জন নিরাপত্তা) সঙ্গে কথা বলবো। যাতে সাংবাদিকরা তাদের অধিকার অনুযায়ী কাজ করতে পারেন।
এ সময় আর উপস্থিত ছিলেন ইসির যুগ্মসচিব ফরহাদ হোসেন ও যুগ্মসচিব (পারিচালক) ইসরাইল হোসেনসহ সাংবাদিকরা।