Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তাগাছায় পিকআপের ধাক্কায় সিএনজি অটোরিকশার ২ যাত্রীর মৃত্যু


২৬ জানুয়ারি ২০২০ ১৩:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় ইটবোঝাই একটি পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সকালে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের নতুন বাজার গরুহাটা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, মুক্তাগাছার উপজেলা সদরের মধ্যহিষ্যা এলাকার বীরবিক্রম হায়দার আলীর ছেলে মধুপুর পৌরসভা উপ-সহকারি প্রকৌশলী হারুন অর রশিদ। নিহত আরেক নারীর পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, রোববার সকালে নতুন বাজার গরুহাটা এলাকায় ময়মনসিংহগামী সিএনজি অটোরিকশাকে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও পাঁচ যাত্রী।

বিজ্ঞাপন

আহতদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, পুলিশ পিকআপটিকে জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে।

পিকআপের ধাক্কা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর