ব্রাজিলে বন্যা-ভূমিধসে ৩০ জনের মৃত্যু
২৬ জানুয়ারি ২০২০ ২২:১৬
ব্রাজিলের মিনাস গেরাইয়াস রাজ্যে কয়েকদিনের প্রবল বৃষ্টি ও ভূমিধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ২ হাজার ৫ শ জনকে। এখনো নিখোঁজ রয়েছেন ১৭ জন। খবর বিবিসির।
স্থানীয় টেলিভিশনে, দেখা যায় লাল মাটির নিচে পড়ে আছে ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর। উদ্ধারকারীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
ব্রাজিলের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার (২৫ জানুয়ারি) মিনাস গেরাইয়াস রাজ্যের বেলো হরিজন্তে ২৪ ঘণ্টায় ১৭ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। বিগত ১১০ বছরের মধ্যে যা সর্বোচ্চ।
গত বছরের এই সময়ে বেলো হরিজন্তে দক্ষিণ-পশ্চিমে বড় দুর্ঘটনা ঘটে। ২৫ জানুয়ারি ব্রুমাদিনহো ড্যাম ধসে মারা যান ২৭০ জন। এতে পার্শ্ববর্তী নদী ও বন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় খনি কোম্পানি ভ্যালের ১৬ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।