Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে ৮৩ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত


২৭ জানুয়ারি ২০২০ ১৬:৩০ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ১৮:০২

ফাইল ছবি

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৮৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির গজনি প্রদেশের দে আক জেলায় বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। ওই প্রদেশের এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।  খবর বিবিসি, রয়টার্স।

বিমানটিতে যান্ত্রীক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। বোয়িং-৭৩৭-৪০০ মডেলের এ বিমানটি আফগানিস্তানের আরিয়ানা এয়ারলাইন্সের বলে জানানো হলেও প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিমানটিতে ৮৩ জন আরোহী রয়েছেন বলে জানানো হয়েছে। তবে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।

আফগানিস্তান বিমান বিধ্বস্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর