পিএসসিতে বিষয় কোড অন্তর্ভুক্তির দাবি, রাবি শিক্ষার্থীদের অনশন
২৮ জানুয়ারি ২০২০ ২০:০৭
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে বিষয়কোড অন্তর্ভুক্তির দাবি পূরণ না হলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
বিষয় কোড নেই, আবেদনের অযোগ্য চাকরিতে, শিক্ষার্থীদের প্রতিবাদ
মাস্টার্সের শিক্ষার্থী এস এম সোহাগ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, বিভাগ প্রতিষ্ঠার ২৪ বছর পার হলেও পিএসসিতে বিষয় কোড অন্তর্ভুক্তিতে বারবার ব্যর্থ হচ্ছে বিভাগটি। ইতোমধ্যে ৪০ ও ৪১তম বিসিএস এ পিএসসিতে বিষয় কোড অন্তর্ভুক্তির মৌখিক নিশ্চয়তা দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। এরই প্রেক্ষিতে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। বিষয় কোড অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত রাখবে।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, যতদিন পিএসসিতে বিষয় কোড অন্তর্র্ভুক্তির সর্বোচ্চ নিশ্চয়তা না দেওয়া হবে ততদিন তারা এই আন্দোলন অব্যাহত রাখবে। এরই ধারাবাহিকতায় আগামীকাল থেকে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ও সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে অফিস চলাকালে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। এর পরেও কোনো সুরাহা না হলে পরবর্তী ছয় কার্যদিবস পরে আগামী রোববার থেকে আমরণ অনশনে যাবার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
এ সময় সংবাদ সম্মেলনে বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এ এম বারকুল্লাহ ও তরিকুল ইসলামসহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এর আগে দাবি আদায়ে বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন, মৌন র্যালি, মানববন্ধন, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও প্রতীকী প্রতিবাদ জানায়।
উল্লেখ্য, স্নাতক পর্যায়ের প্রতিটি বিভাগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) দেওয়া স্বতন্ত্র বিষয় কোড থাকে। অনলাইনে চাকরির আবেদনের সময় বিষয় কোর্ডের মাধ্যমে শিক্ষার্থীর বিষয়ের উল্লেখ করা হয়।