Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে ধর্ষণ মামলায় আইনজীবীর যাবজ্জীবন


২৯ জানুয়ারি ২০২০ ১৯:২৪

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে এক নারীকে বিয়ে প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে শিক্ষানবিশ এক আইনজীবীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। দণ্ডপাওয়া ব্যক্তির নাম বেলাল হোসেন (৩১)।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি বেলাল হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালে বিয়ের প্রলোভন দেখিয়ে বা প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় এক নারীকে। তবে পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানান বেলাল হোসেন। পরে ২০১৪ সালের ২৬ জুন ভিকটিম বাদি হয়ে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করেন। পুলিশ একই বছরের ১০ অক্টোবর অভিযোগপত্র দিলে ৭ জনের সাক্ষ্য নেন আদালত।

অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ও সংশোধিত ২০০৩ এর ৯ (১) ধারায় বেলাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

রায়ে সন্তোষ প্রকাশ করেন ভিকটিমের আইনজীবী জসিম উদ্দিন মজুমদার। তিনি বলেন, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

ধর্ষণ মামলা বিয়ের প্রলোভনে ধর্ষণ শিক্ষানবীশ আইনজীবী

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর