Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ৬২ হাজার একর খাস জমি অবৈধ দখলে, সংসদে ভূমিমন্ত্রী


৩০ জানুয়ারি ২০২০ ১৮:১১

জাতীয় সংসদ ভবন থেকে: ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, দেশে বর্তমানে ৬২ হাজার ৫৩৭ দশমিক ৬১ একর খাসজমি অবৈধ দখলে রয়েছে।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান। এ সময় তিনি বিভাগওয়ারী দখল হওয়া খাসজমির পরিসংখ্যান তুলে ধরেন।

মন্ত্রী জানান, ঢাকা বিভাগে খাস জমির পরিমাণ ১৫ হাজার ৫৪ দশমিক ১৯ একর, চট্টগ্রাম বিভাগে ২৪ হাজার ৮৫৯ দশমিক ৯৮ একর, খুলনা বিভাগে ৩ হাজার ৪৪৫ দশমিক ৭৬ একর, রংপুর বিভাগে ৭ হাজার ৩৮৭ দশমিক ৭৭ একর, ময়মনসিংহ ১ হাজার ৩৯৩ দশমিক ৮১ একর, বরিশাল বিভাগে ৪ হাজার ৬৯ দশমিক ৬১ একর, সিলেটে ৫ হাজার ১৬৪ দশমিক ৬৫ একর এবং রাজশাহী বিভাগে ১ হাজার ১৬১ দশমিক ৬১ একর ভূমি অবৈধ দখলে রয়েছে।

সরকারি দলের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অর্পিত পরিত্যক্ত ও খাসজমি অবৈধ দখলদারদের হাত থেকে দখলমুক্ত করার পরিকল্পনা সরকারের আছে।’

খাসজমি জাতীয় সংসদ ভূমিমন্ত্রী সংসদে ভূমিমন্ত্রী

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর