Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে ২১৩ মৃত, বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা


৩১ জানুয়ারি ২০২০ ০৪:০৮ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ ১১:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস চীনের বাইরে ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে ডব্লিউএইচও সদর দফতর জেনেভা থেকে এই  জরুরি অবস্থার ঘোষণা দেওয়া হয়।করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার (৩১ জানুয়ারি) পর্যন্ত চীনে ২১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন দশ সহস্রাধিক । খবর বিবিসি।

এদিকে, ডব্লিউএইচও প্রধান অ্যাডানোম গ্রেবিয়াসিস বলেন, মূলত চীনে যা ঘটছে সে কারণে নয়, বরং অন্য দেশে যা ঘটছে সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার ফলে দুর্বল স্বাস্থ্য সেবার দেশগুলো সুরক্ষা পাবে এবং তাদের জন্য প্রস্তুতি নেওয়া হবে।

বিজ্ঞাপন

এছাড়াও, চীনের বাইরে ১৮ দেশে ৯৮ করনোভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই চীন ভ্রমণের পর নিজ দেশে এই ভাইরাস নিয়ে প্রবেশ করেছেন বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। মানুষ থেকে মানুষে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আট ঘটনা রেকর্ড করা হয়েছে জার্মানি, জাপান, ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রে।

জেনেভার ওই সংবাদ সম্মেলন থেকে ডব্লিউএইচওর প্রধান জানিয়েছেন, যেমন করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে দ্রুত থেকে দ্রুততম সময়ে একইভাবে এর সাড়াদান কার্যক্রমে চীনও এক অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে।

তিনি আরও জানিয়েছেন চীনের প্রতি আস্থা বা অনাস্থার প্রশ্ন নয়। এখানে সবাই জড়ো হয়ে ভোট দিয়েছে বিশ্বব্যাপী এই ভাইরাস মোকাবিলায় জরুরি অবস্থা জারি করা হবে কি না, সে বিষয়ে।

প্রসঙ্গত, ডিসেম্বরের ৩১ তারিখে করোনাভাইরাস চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম সনাক্ত করা হয়। তারপর থেকে সমগ্র চীন এবং চীনের বাইরে অনেক দেশেই করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত কয়রা হয়েছে।

করোনাভাইরাস চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর